মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইএমডির দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে যাচ্ছেনা বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি-এর ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য এক আয়োজনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আট দেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করার লক্ষ্যে ভারত সরকার প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিয়েছে। এতে আমন্ত্রণ পেয়েছে- পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপাল। এছাড়াও মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের কর্মকর্তারাও রয়েছে আমন্ত্রণ তালিকায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির ওই আয়োজনে এরইমধ্যে উপস্থিতি নিশ্চিত করেছে পাকিস্তান। তবে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পরিচালক মমিনুল ইসলাম পিটিআইকে জানিয়েছেন, ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের ১৫০ বছর পূর্তির আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে অত্যাবশ্যক নয়, এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর