
		আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ৯০ শতাংশ নিশ্চিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। কাতারে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি কার্যকরে হামাসের সঙ্গে আলোচনা করছে ইসরাইলের মোসাদ আর শিন বেত সিকিউরিটি এজেন্সির প্রধানরা। তবে আলোচনার বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানায়নি রয়টার্স।
এদিকে, ভিন্ন এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম আনাদুলু অ্যাজেন্সি জানিয়েছে, গাজা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে ইসরাইল। তবে ইসরাইল ও ফিলিস্তিনি অঞ্চলটির মাঝে অবস্থিত বাফার জোনে তেল আবিবের সেনা উপস্থিতি বজায় থাকবে এমনই একটি নতুন পরিকল্পনা মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একইসাথে জিম্মি মুক্তি নিয়ে নতুন পরিকল্পনাও অন্তর্ভুক্ত হয়েছে এতে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল গাজার সীমান্ত বরাবর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাফার জোন প্রতিষ্ঠার দাবি করেছে এবং এই বাফার জোন তাদের নিয়ন্ত্রণে রাখার দাবি করেছে। এর আগে, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে ৩০০ মিটার এলাকাকে বাফার জোন হিসেবে বিবেচনা করা হয়েছিল। চুক্তির প্রথম ও দ্বিতীয় পর্যায়ে আইডিএফ যেসব এলাকা থেকে সরে যাবে, তা নিয়ে সমঝোতা হয়েছে। চুক্তির বর্তমান প্রস্তাবনা অনুযায়ী প্রথম দুই পর্যায়ে সব জিম্মি এবং চুক্তিকৃত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে।
মন্তব্য করুন