মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে বিদ্রোহীদের সাথে সম্মুখ লড়াইয়ে টিকতে না পেরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে সেনাবাহিনী। সংবাদমাধ্যম নারিনজারা জানিয়েছে, রোববার কাচিন রাজ্যের সোনার খনি এলাকায় জান্তাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন, তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিও চিত্রে দেখা যায়, যেখানে হামলা হয়েছে, সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে। বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা।

এদিকে, আরাকান রাজ্যেও প্রাণ হারিয়েছে নয়জন। আহত হয়েছে আরও ৩০ বেসামরিক নাগরিক। ভিন্ন এক প্রতিবেদনে নারিনজারা এসব তথ্য জানিয়েছে।

এছাড়া, সম্প্রতি রাজ্যের রামরি শহরের একটি গ্রাম থেকে ২৬ মরদেহ উদ্ধার করেছে আরাকান আর্মির সদস্যরা। এক বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, গত কয়েকদিনে সেনাবাহিনী সেখানে অন্তত ১৫টি বোমা হামলা চালিয়েছে। এতে আগুনে পুড়েছে প্রায় চারশ’ বাড়িঘর। আরাকান আর্মির বরাতে নারিজারা বলছে, আগুনে ধোঁয়ায় আটকে পড়েছিলো নারী ও শিশুসহ আরও অনেকে। আহত হয়েছে অন্তত ২৭ বেসামরিক নাগরিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর