
		আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ঝড়ো বাতাসে আগুনের ভয়াবহতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।বাতাসের গতি বাড়তে থাকায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানল আরও ভয়ঙ্কর রুপ নিচ্ছে। স্যান্টা অ্যানা নামের ঝোড়ো বাতাস সোমবার থেকে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে বইতে শুরু করেছে। বুধবার পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অফিস।ঝড়ো বাতাসের কারণে লস অ্যাঞ্জেলেসে রেড এলার্ট জারি করা হয়েছে। সেখানের মেয়র বলেছেন, পুড়ে যাওয়া এলাকার আয়তন প্রায় ওয়াশিংটন ডিসির আয়তনের সমান। এপর্যন্ত প্রায় ১২ হাজার বাড়িঘর দাবানলে পুড়েছে। প্রয়োজনীয় সব জরুরি প্রস্তুতি নেয়া হচ্ছে। দাবানলের কারণে দেড় লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়েছেন। বিপদে পড়েছে বন্য ও পোষ্য প্রাণীরা। অসহায় এই প্রাণীদের উদ্ধার ও আশ্রয়ে এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। এমনই একটি সংগঠন প্যাসাডেনার হিউম্যান সোসাইটি। যেখানে আশ্রয় পেয়েছে দাবানল থেকে উদ্ধার হওয়া কুকুর, বিড়াল, ঘোড়া, গাধা, ভেড়াসহ প্রায় ৪০০ নানা প্রাণী। তাদের কাছে সাময়িকভাবে প্রিয় প্রাণীটিকে রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন অনেকে। দাবানল থেকে প্রাণীদের রক্ষায় নিরলসভাবে কাজ করছে বিভিন্ন সংগঠনের কর্মী, পশু চিকিৎসক এবং স্বেচ্ছাসেবীরা। প্রাণীদের জন্য সাধারণ মানুষের কাছ থেকে আসছে অনুদান। আর্থিক সহায়তার পাশাপাশি খাবারও দিয়ে যাচ্ছেন কেউ কেউ।
মন্তব্য করুন