
		প্রিয়ন্তী ইসলাম: চীনের হারবিন শহরে চলছে বরফ উৎসবের এক বর্ণাঢ্য আয়োজন। উত্তর-পূর্ব চীনের হেইলংজিয়াং প্রদেশে বরফ কেটে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। সাজানো হয়েছে রঙিন আলোয়। ৫ই জানুয়ারী শুরু হওয়া এ উৎসব চলবে আগামী মাসে বরফ গলে যাওয়ার আগ পর্যন্ত।প্রতিবছরের মতো এবছরও চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে আয়োজন করা হয়েছে ইন্টারন্যাশনাল আইস এন্ড øো স্কাল্পচার ফেস্টিভাল। শহরটির জিনগুয়েতান ন্যাশনাল ফরেস্ট নামের পার্কটিতে চলছে এ উৎসব। সর্বপ্রথম এ উৎসব উদযাপিত হয় ১৯৬৩ সালে। তবে নিয়মিতভাবে উৎসবটি আয়োজিত হচ্ছে ১৯৮৫ সাল থেকে।বিস্তীর্ণ জায়গাজুড়ে বরফের চাঁই কেটে বিভিন্ন স্থাপত্য তৈরি করেছেন শিল্পীরা। হেইলংজিয়াং প্রদেশটির সোংহুয়া নদী থেকে সংগ্রহ করা বিশাল বিশাল বরফের চাঁই বিশেষ বাটালি, কুঠার ও করাত দিয়ে কাটা হয়। গড়া হয় পৌরাণিক সব চরিত্র ও বিভিন্ন প্রাণীর অবয়ব। এরপর বরফের ভাস্কর্য ও স্থাপত্যগুলো সাজানো হয় বর্ণিল আলো দিয়ে। প্রধান আকর্ষণ বরফের অট্টালিকা ছাড়াও হারবিন উৎসবে থাকে নানা আয়োজন। প্রতিবছরের মতো এবারও ৫ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এ উৎসব। তবে ডিসেম্বর থেকেই দর্শকরা দেখার সুযোগ পেয়েছে। এই উৎসবের কোন সমাপনী অনুষ্ঠান না থাকলেও ফেব্রুয়ারির শেষ দিকেই গলে যায় বরফের শিল্পকর্মগুলো।
মন্তব্য করুন