
		আন্তর্জাতিক ডেস্ক: বাতাসের তীব্রতা কমে আসায় কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল। স্থানীয় সময় গতকাল বুধবার থেকে কমতে থাকে আগুণ। এতে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা বলেছেন, আগামী কয়েক দিন উপকূলীয় বাতাস অতিপ্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে। দুই সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। শহরের বড় এলাকাই এখন ধ্বংসস্তূপ। দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন। পুড়েছে ৪০ হাজার একরজুড়ে ছড়িয়ে থাকা ১২ হাজারের বেশি বাড়ি। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত ৭৪ হাজার মানুষ।
মন্তব্য করুন