মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আর জি কর মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতায় আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় আসামী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। নিহতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেয়ার নির্দেশও দেয়া হয়েছে। তবে সাহায্য নিতে অস্বীকৃতি জানিয়েছেন নিহতের বাবা-মা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য দাবি করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও পাঁচ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। এ ছাড়াও ধর্ষণের জন্য ৭ লক্ষ এবং হত্যার জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারক বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার।’

এদিকে সাজা ঘোষণার আগে আবারও বিস্ফোরক আর্তি জানিয়েছে দোষী সাব্যস্ত সঞ্জয়। খুন ও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বিনা কারণে তাকে ফাসানো হচ্ছে বলে দাবি করে সে।

অন্যদিকে, সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডাদেশে সন্তুষ্ট নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এখনও ফাঁসির দাবিতে অনড় জানিয়ে আক্ষেপ করেন তিনি। একই সঙ্গে সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। জেলা সফরে সোমবার মালদহে পৌঁছান মমতা। হেলিকপ্টার থেকে নামতেই আর জি কর মামলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দেন, আর জি করের রায়ে খুশি নন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর