মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিয়ানমারে সংলাপ ও যুদ্ধবিরতি চায় আসিয়ান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১২:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে নির্বাচনের পরিবর্তে সংলাপ ও যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দেশের শান্তিকে অগ্রাধিকার দিতে সামরিক সরকারকে আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। আর সেইসাথে দেশটির সবপক্ষকে সহিংসতা বন্ধের আহ্বানও জানিয়েছেন আসিয়ান নেতারা। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা নারিন জারা।

এবছর আসিয়ানের সভাপতির দায়িত্ব নিয়েছে মালয়েশিয়া। লাঙ্কাওয়িতে আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেছেন, মিয়ানমারের সরকারের মনে কী আছে তা জানা খুব কঠিন। তবে জোটের সদস্য দেশ মিয়ানমারের যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধ বন্ধ করা এবং জান্তার প্রতিনিধিকে অবাধে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছে আসিয়ান। নির্বাচন নিয়ে মিয়ানমারের পরিকল্পনাও জানতে চায় আসিয়ান।

মিয়ানমারে ২০২১ সালের ফেব্র“য়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী-সমর্থিত ‘দ্য স্টেট অ্যাডিমিনিস্ট্রেশন কাউন্সিল’ (এসএসি)। সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র জাতিগত বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সেস এর (পিডিএফ) লড়াই চলে আসছে। বিভিন্ন ফ্রন্টের যুদ্ধ এবং ধসে পড়া অর্থনীতি নিয়ে টালমাটাল অবস্থায় পড়েছে সরকার।

এর মধ্যেই চলতি বছর নির্বাচন আয়োজনের কথা জানিয়েছিল মিয়ানমার জান্তা সরকার। সমালোচকরা বলছেন, সামরিক কর্মকর্তাদেরকে ক্ষমতায় রাখতেই নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর