
		আন্তর্জাতিক ডেস্ক : আবারও নতুন দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চল। সাম্প্রতিক সময়ে দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটি।
এর মধ্যেই নতুন করে উত্তরের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৩১ হাজার মানুষকে তাদের ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুনে ইতোমধ্যে ৮ হাজার একর এলাকা পুড়ে গেছে, সরিয়ে নেয়া হয়েছে ১৯ হাজারের বেশি মানুষকে। লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৫০ মাইল উত্তরে হিউজ ফায়ার নামক এই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী।
বুধবার কয়েক ঘণ্টার মধ্যেই বিশাল এলাকায় ছড়িয়ে যায়, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকা এখনো শক্তিশালী, শুষ্ক বাতাসের কারণে চরম অগ্নিঝুঁকিতে রয়েছে, জারি রয়েছে লাল সতর্কতা
মন্তব্য করুন