
		আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ও বিরল শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানি হয়েছে।
বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার জনজীবন। কোনো কোনো স্থানে ১০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে। নিউইয়র্কে ১৮ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক সড়ক।
এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশকিছু ঘরবাড়ি। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন অঞ্চলে বাতিল হয়েছে ২ হাজারের বেশি ফ্লাইট।
মন্তব্য করুন