
		আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বের করা ও বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি। সীমান্তে নিশ্চিত করেছেন কঠোর নিরাপত্তা। সেইসাথে গাজায় যুদ্ধবিরতির পর এবার ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে, নতুন মার্কিন প্রশাসনের সাথে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছে ভারত।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত সোমবার শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই যেন প্রতিশ্র“তি বাস্তবায়নে উঠেপড়ে লেগেছেন। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ থেকে শুরু করে আমেরিকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ বেশ কিছু বড় সিদ্ধান্ত বাস্তবায়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে ১ হাজার ৫০০ জন সেনাসদস্য, উড়োজাহাজ ও হেলিকপ্টার মোতায়েনের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশটির দক্ষিণ সীমান্তে আগে থেকেই প্রায় ২ হাজার ২০০ সেনা সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এই ভারতীয়দের ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন শনাক্ত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। কিন্তু ধারণা করা হচ্ছে সংখ্যাটা আরও বেশি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে বিস্তারিত বলেননি তিনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট ভাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুঁশিয়ারী দেন তিনি।
মন্তব্য করুন