মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিদেশে সব সহায়তা স্থগিত করলো ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১০:০৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন পুরোনো অনেক আইন। বিভিন্ন বিষয়ে নিচ্ছেন কঠিন সিদ্ধান্ত। এদিকে, নব্বই দিনের জন্য বৈদেশিক সকল সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব পদক্ষেপের মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের ধারা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনারই ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প। তড়িঘড়ি জারি করা এসব নির্বাহী আদেশের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রেই নয়, পড়তে পারে বিশ্বজুড়ে।

২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডবি¬উএইচও থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দেওয়ার পর সংস্থাটির পক্ষ থেকেও এ ঘোষণা দেয়া হয়েছে। এর পরপরই খরচ কমানোর বিষয়ে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচিগুলোর মধ্যে অগ্রাধিকার ঠিক করে কাজ এগিয়ে নেবে বলে এক নথিতে বলেছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস।

এদিকে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। গত তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৭৩ জনকে ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, পানামাকে চীনের প্রভাব মুক্ত করে যুক্তরাষ্ট্রের বলয়ে আনতে উঠেপড়ে লেগেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। পানামা খালকে নিয়ে নতুন করে ভাবছে ট্রাম্প্র প্রশাসন। আগামী সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে পানামা পাঠাচ্ছেন ট্রাম্প। কিন্তু চীন ও পানামা বলছে, খালের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বরং নিরপেক্ষ একটি জলপথ হিসেবেই খালটির কার্যক্রম চলমান আছে।

নব্বই দিনের জন্য বৈদেশিক সকল সহায়তা কর্মসূচি বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার ট্রাম্প নির্বাহী আদেশ জারি করার পর বিশ্বজুড়ে এ ধরনের প্রায় সব সহায়তা স্থগিত করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সিদ্ধান্তে মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলোসহ বিপাকে পড়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়ে তার নিয়োগ চূড়ান্ত হয়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি জানান, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত ঠেকাতে পারতেন। এসময় ট্রাম্পকে ‘স্মার্ট’ নেতা হিসেবে প্রশংসাও করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর