
		আন্তর্জাতিক ডেস্ক: চার ইসরাইলি নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। রেড ক্রস এর সহায়তায় শনিবার দুশ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ওই জিম্মিদের ছেড়ে দেওয়া হয়। মুক্তিপ্রাপ্ত চার ইসরাইলি দেশটির সেনাবাহিনীর সদস্য। গাজা ত্যাগের আগে তাদেরকে একটি মঞ্চে উপস্থিত করা হয়। চারপাশে ঘিরে ছিলেন সাধারণ ফিলিস্তিনি ও হামাস সদস্যরা। এরইমধ্যে তেল আবিবে পরিবারের কাছে পৌঁছে গেছে তারা। এদিকে মুক্তি পাওয়া দুশো ফিলিস্তিনি নাগরিকও পশ্চিমতীরের রামাল্লায় পৌঁছেছে। গাজায় বন্দি চার ইসরাইলি নারী সেনার মুক্তি দেয়ার তিন ঘণ্টার মধ্যে এসব বন্দিকে মুক্তি দেয়া হয়। এর মধ্যদিয়ে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দি বিনিময় সম্পন্ন হল। তবে গাজায় যুদ্ধবিরতির মধ্যে পশ্চিমতীরের জেনিনে শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। তাদের এ অভিযানে ‘যুদ্ধপদ্ধতি’ ব্যবহারের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। অঞ্চলটিতে সন্ত্রাসী নিধনের লক্ষ্যে আইন প্রয়োগের ক্ষেত্রে ইসরাইলি বাহিনী যে শক্তি প্রয়োগ করেছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন বলেও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন