মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

নিজস্ব সংবাদদাতা: তহবিল ঘাটতিতে ১৩৬টি দেশে শরণার্থীদের জন্য সহায়তা স্থগিত করতে যাচ্ছে জাতিসংঘ। তিন মাসের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিদেশী সহায়তা বন্ধের নির্দেশের পর এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এরইমধ্যে দেশগুলোতে অবস্থিত শরণার্থী শিবিরে ইমেইলের মাধ্যমে কার্যক্রম কমিয়ে আনার নির্দেশনা দিয়েছে- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। এতে হুমকির মুখে পড়েছে ১২ কোটিরও বেশি বাস্তুচ্যুত মানুষ।

প্রতিবছরই যুক্তরাষ্ট্রের মোট বাজেটের এক শতাংশ ব্যয় হয় দরিদ্র দেশগুলোর উন্নয়ন সহযোগিতায়। তবে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই এক নির্দেশে বিদেশে উন্নয়ন সহযোগিতা ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই বিপাকে পড়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ করছে।

সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এ। জাতিসংঘের তথ্যমতে, সংস্থাটির মোট অর্থায়নের এক পঞ্চমাংশই যুক্তরাষ্ট্রের অনুদান। গেলো বছরেও দুইশ’ কোটি ডলার অনুদান দিয়েছিলো যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের অর্থায়ন বন্ধে ঘোষণার পরই নিজেদের কার্যক্রমও স্থগিত করেছে ইউএনএইচসিআর। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ১৩৬ দেশের শরণার্থী শিবিরে আগামী ৯০দিন নতুন সহায়তা না চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ১২ কোটি ২০ লাখ বাস্তুচ্যুত মানুষ।

সম্প্রতি ইউএসএআইডির প্রায় ৬০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন। রয়টার্সের পাওয়া নথি থেকে জানা যায়, ইউএসএআইডির সঙ্গে সরবরাহে জড়িত ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। এর পরপরই এইচআইভি, যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের ওষুধ এবং নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব চিকিৎসা সরঞ্জাম মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির সহায়তাভোগী বিভিন্ন দেশে পাঠানো হতো।

ট্রাম্পের অর্থায়ন বন্ধের নির্দেশনায় বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশেও। বিশেষ করে স্বাস্থ্য, কৃষ্,ি শিক্ষা, পরিবেশ ও মানবিক সহায়তা খাতে বড় ধাক্কা লাগবে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, ২০১৮ সাল থেকে বাংলাদেশকে প্রতিবছর দেয়া সহায়তার পরিমাণ ৫০ কোটি ডলারের কাছাকাছি। বিবিসি বাংলার প্রতিবেদন বলছে- তহবিল ঘাটতিতে প্রকল্প বন্ধ ও স্থগিত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের ঘোষণার পর বাংলাদেশসহ মোট চারটি দেশে নয়টি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ ভিত্তিক অলাভজনক উন্নয়ন সংস্থা ব্র্যাক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর