মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ওয়াশিংটনের আকাশে উড়োজাহাজ- হেলিকপ্টার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৪:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি মার্কিন সেনা ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেট বিমানের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর ওপর স্থানীয় সময় বুধবার (২৯শে জানুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

টেক্সাসের সিনেটর টেড সোশ্যাল মিডিয়ায় জানান, এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা করছে পুলিশ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বিমানে ৬৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন যাত্রী এবং ৪ জন সদস্য। মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, এই মুহূর্তে কোনো হতাহতের ঘটনা নিশ্চিত নয়। ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীতে জরুরি উদ্ধারকাজ চলছে।

এফএএর তথ্য অনুযায়ী, পিএসএ এয়ারলাইন্স আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট ৫৩৪২ পরিচালনা করছিল। এটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, এই জেট বিমানটি সর্বোচ্চ ৬৫ জন যাত্রী বহন করতে পারে।

দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করা হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বলেছে যে তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে যুক্তরাষ্ট্রে কোনো মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর