মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়লো ৬ মাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সামরিক সরকার। ক্ষমতা দখলের চারবছর পূর্তি সামনে রেখে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।দেশটির সংবিধান অনুসারে জরুরি অবস্থা চালু থাকলে নির্বাচন আয়োজন করা যায় না। এ বিষয়ে সেনা সরকার জানিয়েছে, সাধারণ নির্বাচনের জন্য স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা প্রয়োজন। সে হিসেবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো অনেক কাজ বাকি। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছিল দেশটির সেনাবাহিনী। শনিবার যার চার বছর পূর্তি হতে চলেছে। তবে সেনার অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে কার্যত গৃহযুদ্ধ চলছে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের নিজ নিজ এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য জান্তার বিরুদ্ধে লড়াই করছে।এদিকে, দেশটিতে গত চার বছরে গুরুতর অপরাধ সংগঠিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিচারহীনতার সংস্কৃতি অপরাধ আরও বাড়িয়ে দিচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে দেশটির এক-তৃতীয়াংশ নাগরিক মানবিক সহায়তার ওপর নির্ভশীল। আর এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখ মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর