মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বরফে ঢাকা পড়েছে নায়াগ্রা জলপ্রপাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: শুভ্র বরফে ঢাকা পড়েছে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত- নায়াগ্রার একটা বড় অংশ। গত কয়েক সপ্তাহের তীব্র ঠান্ডায় পাল্টে গেছে আমেরিকা ও কানাডার সীমান্তে থাকা নয়ণাভিরাম এই জলপ্রপাতের পানির ধারার চিরাচরিত রূপ। অবশ্য নায়াগ্রার এই ভিন্ন চেহারাও মুগ্ধ করছে দর্শনার্থীদের। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে বেশি জনপ্রিয় গন্তব্যগুলোর একটি নায়াগ্রা জলপ্রপাত। আমেরিকা ও কানাডার সীমান্তে নায়াগ্রা নদীর তীরে অবস্থিত এই জলপ্রপাতে সারাবছরই থাকে পানির ধারা। তবে, প্রতি শীতের মতো এবারও নায়াগ্রার বড় একটি অংশের চিত্র পাল্টে গেছে। নীল জলরাশি রূপ নিয়েছে শুভ্র বরফের চাঁদরে। সাধারণত উত্তর আমেরিকার এই অঞ্চলে জানুয়ারিতে গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে ৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তীব্র এই ঠাণ্ডায় জমে যায় নায়াগ্রা জলপ্রপাতের কিছু অংশ। মাঝেমধ্যে এতে ‘আইস ব্রিজ’ও তৈরি হয়। শুধু পানিই নয়, আশপাশে গাছের পাতা, পাথর আর দেয়ালও বরফে ঢেকে যেন রূপ নেয় কারুকার্যে। বরফে আবৃত নায়াগ্রাও অবশ্য বিন্ন এক সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়। তাই সারাবছরের মতো এই সময়ও জলপ্রপাতটি দেখতে ভিড় লেগে থাকে দর্শনার্থীদের। এবারও যার ব্যতিক্রম হয়নি। নায়াগ্রা নামটি এসেছে নায়া-গারা থেকে। যার অর্থ দেবতার গর্জন। তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। প্রায় ১০ হাজার বছর আগে সৃষ্ট এই জলপ্রপাতটিতে ১৬৭টি ফুট ওপর থেকে নিচে পড়ে পানির ধারা। যেখানে স্বাভাবিক সময়ে প্রতি মিনিটে এখানে পানি পড়ে ৫৯ লাখ ঘনফুট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর