মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইউরোপ-আমেরিকায় শুল্ক যুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপ-আমেরিকায় শুরু হয়েছে শুল্ক যুদ্ধ। শনিবার প্রতিবেশি দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে ১০ শতাংশ আমদানী শুল্ক আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে দেশ দুটিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপসহ পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। আর নিজেদের স্বার্থ সংরক্ষণে যেকোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

নির্বাচনী প্রতিশ্রুতি মেনে কানাডা, মেক্সিকো ও চীনের উপর চড়া আমদানী শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে ১০ শতাংশ আমদানী শুল্ক আরোপ করেন তিনি। চীন, কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদার। দেশটি ৪০ শতাংশ পণ্য এসব দেশ থেকে আমদানি করে থাকে।

আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। এর ফলে প্রশাসন সংকট মোকাবেলায় আমদানী পণ্যে শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন শুল্ক সংগ্রহ শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন এ শুল্ক আরোপ করা হয়েছে।

তবে ট্রাম্পের এ পদক্ষেপের জবাবে ১৫৫ বিলিয়ন ডলার সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর মধ্যে ৩০বিলিয়ন ডলারের ওপর কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে। বাকিটা পরবর্তী ২১ দিনের মধ্যে। এক সংবাদ সম্মেলনে ট্রুডো জানিয়েছেন, পাল্টাপাল্টি এ পদক্ষেপের প্রকৃত পরিণতি বহন করতে হবে সীমান্তের উভয় পাশের মানুষকে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, স্বার্থ সংরক্ষণে ট্যারিফ ও নন-ট্যারিফ পদক্ষেপ’সহ প্ল্যান বি বাস্তবায়নে অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিবেন। এদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে শুল্ক আরোপ কোনভাবে বিশ্বের স্বার্থ সংরক্ষণ করবে না।

তবে ওই তিন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করায় এক ট্রিলিয়ন ডলারের বেশি বার্ষিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলতে পারে এবং নতুন এক বাণিজ্য যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রিটেইল ইন্ডাস্ট্রি লিডারস এসোসিয়েশন বলেছে, দেশগুলোকে একটি সমঝোতায় পৌঁছানো উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর