মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সমঝোতার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন। এদিকে, আজ থেকে চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক বসাচ্ছে ট্রাম্প প্রশাসন।

কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সাময়িক সময়ের জন্য সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুইটির ওপর ট্রাম্পের শুল্কারোপ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো ও কানাডা তাদের সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদকপাচার ঠেকানোর অঙ্গীকার করেছে। এরপরই কানাডার পণ্যে শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমেরিকার উত্তর সীমান্ত নিরাপদ থাকবে তা নিশ্চিত করতে রাজি হয়েছে কানাডা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বৈঠকের সম্ভাব্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে। ইতোমধ্যে দু’টি দেশ সফর করেছেন মস্কোর কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর