মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র গাজা দখল করবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ এএম

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা ‘দখল’ করবে। এজন্য সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চলে যেতে হবে। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং আমরা এখানে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব।’

পরে তিনি গাজা অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা তুলে ধরেন। বলেন, ‘আমরা গাজার মালিক হব এবং উপত্যকাটিতে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র ভেঙে ফেলা হবে। এলাকাটিকে সমতল করা হবে এবং ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোও অপসারণ করে ফেলা হবে।’

গাজায় নিরাপত্তার জন্য তিনি মার্কিন সেনা পাঠাতে ইচ্ছুক কিনা জানতে চাইলে ট্রাম্প সে সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ট্রাম্প বলেন, ‘গাজার জন্য প্রয়োজনে আমরা সব করব। যদি সেখানে সেনা পাঠানোর প্রয়োজন হয় তাহলে আমরা পাঠাব।’

এর আগে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে পৌঁছান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইল-হামাসের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরই গাজা ‘ধ্বংসস্তুপে পরিণত’ হয়েছে দাবি করে ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য দেশে সরে যাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প।

ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে সাংবাদিকদের আর বলেন, ‘গাজায় দীর্ঘমেয়াদী মালিকানা স্থাপনের মাধ্যমে সমগ্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি হালকাভাবে নেয়া কোনও সিদ্ধান্ত নয়। আমি যাদের সাথে কথা বলেছি তারা সকলেই এই ধারণাটি পছন্দ করেছেন যে যুক্তরাষ্ট্র গাজার মালিক হবে, এই অঞ্চলের উন্নয়ন করবে এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর