
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত এবং আহত হয়েছে আরও বেশ কিছু শিশু শিক্ষার্থী।
বুধবার (৫ ফেব্রুয়ারি ) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার রাতে একটি বাড়িতে আগুন লাগে এবং এর কিছু সময়ের মধ্যে স্কুলটিতে আগুন ছড়িয়ে পড়ে। ১০-১৬ বছর বয়সী শিশুরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহতদের হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে এবং আগুনের কারণ অনুসন্ধান করছে। পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবু বাকার বলেছেন, বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে।
মন্তব্য করুন