
		আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ শেষে ইসরাইলই যুক্তরাষ্ট্রের কাছে ‘গাজা’ তুলে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৭ ফেব্র“য়ারি ) ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নেয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্রের মিত্রদেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনও। এসবের মধ্যে তিনি আবারও এমন বিতর্কিত মন্তব্য করলেন। এদিকে, অবৈধ আখ্যা দিয়ে তেলআবিবকে রক্ষায় আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রা¤প প্রশাসন। ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও গাজা নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুদ্ধ শেষে ইসরাইলই গাজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে। তাই সেখানে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করে গাজাকে পুনর্গঠন শুরু করবে এবং বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলা হবে বলেও লিখেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন আগ্রাসী সিদ্ধান্তে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিশ্বস্বীকৃত দ্বি-রাষ্ট্র সমাধানের পথে যুক্তরাষ্ট্রই বড় বাধা হতে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের পরিকল্পনার তীব্র সমালোচনা করে ফিলিস্তিন ও ইসরাইলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন