মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিজেপির দখলে দিল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: তিন দশক পর ফের ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের ফল পেয়ে দলকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্ট তিনি বলেন, ‘জয় হয়েছে উন্নয়ন ও সুশাসনের। অভিনন্দন আমার সব ভাই-বোনদের, যারা বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। সবার প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা।’

মোদি বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি উন্নত ভারত গঠনে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করব আমরা। আমি বিজেপির সব কর্মীকে নিয়ে ভীষণ গর্ব বোধ করছি। তারা দিন-রাত পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছেন। এখন আমরা আরও জোর দিয়ে দিল্লির মানুষের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হব।’

জয়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে দেয়া এক পোস্টে বলেন, “প্রধানমন্ত্রী ‘দিল্লির হৃদয়ে আছেন’। ভোটাররা কেজরিওয়ালের ‘শীষ মহল’ ধ্বংস করে দিয়েছেন। দিল্লি তাদের শিক্ষা দিয়েছে, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয়, তাদের জন্য এটি একটি উদাহরণ।”

ভোটগণনায় দেখা যায়, দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮ আসনে জিতেছে বিজেপি। অন্যদিকে আম আদমী পার্টি জয়ী হয়েছে ২২ আসনে।

যদিও কেজরিওয়ালের আপ ২০১৩ সালে ২৮টি আসন জিতে প্রথমবার দিল্লিতে ক্ষমতায় বসে। ২০১৫ সালের নির্বাচনে ৬৭টি আসন জিতে রেকর্ড গড়ে আপ। ২০২০ সালের নির্বাচনে ৬২টি আসন জিতে দারুণভাবে বিজয়ী হয়। অন্যদিকে, বিজেপি ২০১৫ সালে মাত্র ৩টি আসন এবং ২০২০ সালে ৮টি আসন পেয়েছিল। ২০২০ সালে এএপি ও বিজেপির মধ্যে ভোট শেয়ার ফারাক ছিল ১৫ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর