
		আন্তর্জাতিক ডেস্ক : চীনের সিচুয়ান প্রদেশে ভূমিধসে ৩০ জন নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে কাতার বিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১:৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।
ভূমিধসে ১০ টি বাড়ি চাপা পড়ায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর’ নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি অনলাইন পোস্টে বলেছে যে দুইজনকে উদ্ধার করা হয়েছে। তখনও জরুরি পরিষেবার দলগুলো জীবিতদের উদ্ধারে অভিযান চালাচ্ছিল।
মন্তব্য করুন