
আন্তর্জাতিক ডেস্ক: দু’দিনের সফরে আমেরিকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে বলে এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।
ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের পর তিন দেশের রাষ্ট্রপ্রধান তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরা হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।
ভারত এবং আমেরিকা- বিশ্বের ইতিবাচক ভবিষ্যৎ নির্মাণে একসাথে কাজ করবে বলে জানান মোদী। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠান আয়োজিত হয়। পরের বছর, ২০২০ সালে গুজরাটে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সম্প্রতি আমেরিকায় অবৈধবাসী বিতর্ক এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ঘিরে মোদীর আমেরিকা সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন