
আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৭ জনকে। আরও ১০জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জীবিত উদ্ধার করা ৩৭ জনের মধ্যে ১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ৩৩ জনকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ত্রিপোলিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের একটি দল উপকূলীয় শহর আল-ঝাওয়াইয়া সফরে যায়। সফরকালে তাদের স্থানীয় সরকারি কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
মন্তব্য করুন