
		আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় কমপক্ষে নিহত হয়েছেন ৯ জন। প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং রাস্তা ও ঘরবাড়ি ডুবে গিয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে নবম মৃত্যুর ঘটনাটি ঘটেছে জর্জিয়ায়। সেখানে বাড়ির ওপর উপড়ে গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তি নিহত হয়।
বিবিসি বলছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে। সেখানে নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন। কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
মন্তব্য করুন