
		আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে তার মাটি থেকে শিগগিরই এবং দ্রুত গণ বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের কূটনীতিকরা । বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ নিয়ে ইসলামাবাদে তালেবান দূতাবাসে এক বিবৃতি প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চলছে। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে। আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তার সরকারকে অবহিত করেনি। এতে আরও বলা হয়, পাকিস্তানের দুই শহর থেকে আফগান নাগরিকদের আটক ও বহিষ্কারের পেছনের কারণ সম্পর্কে দেশটির সরকারের কাছে বেশ কয়েকবার কূটনৈতিক ভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ ছাড়া বাকি জনগোষ্ঠীর মধ্যে অন্তত ৯ লাখ নিবন্ধিত অর্থনৈতিক অভিবাসী রয়েছে, যাদের কাছে আফগান সিটিজেনশিপ কার্ড আছে। পাশাপাশি ৪০ হাজার মানুষ যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।
মন্তব্য করুন