
		আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কির পর এবার বাইডেনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন জেলেনস্কি ও বাইডেন চাইলেরা শিয়ার হামলা আটকাতে পারতো। রুশ প্রেসিডেন্ট চাইলেই ইউক্রেন দখল করতে পারে জানিয়ে ট্রাম্প বলেছেন, নিজ দেশকে বাঁচাতে জেলেনস্কির উচিৎ পুতিনের সাথে চুক্তি করা। এদিকে, ইউক্রেনের দিক থেকে ট্রাম্প মুখ ফিরিয়ে নেয়ায় দেশটির জন্য দুই হাজার কোটি ইউরো সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আকস্মিক এবং নাটকীয় পরিবর্তন এসেছে। প্রায় তিন বছর ধরে চলা এ যুদ্ধে আর্থিক ও সামরিক ভাবে সবচেয়ে বেশি সহায়তা করা যুক্তরাষ্ট্র হঠাৎই মুখ ফিরিয়ে নিয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেই দুষছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারমতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্যবহার করে ব্যক্তিগতভাবে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন জেলেনস্কি। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, জয় অসম্ভব জেনেও অযথা এই যুদ্ধে অর্থ ব্যয়করেছে যুক্তরাষ্ট।
একই দিনে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, জেলেনস্কি ও বাইডেন চাইলে রাশিয়ার হামলা আটকাতে পারতো। ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’-তে রিয়াদের আলোচনায় জেলেনস্কির উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে জেলেনস্কিকে অগুরুত্বপূর্ণ ব্যক্তি বলে অভিহিত করেন ট্রাম্প। বলেন, প্রায় তিন বছর ধরে যে আলোচনা গুলো হয়েছে তাতে জেলেনস্কি ছিলো তবে কিছুই হয়নি। ট্রাম্প সতর্কতা দিয়ে বলেছেন, পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন। যদি জেলেনস্কি ইউক্রেনকে বাঁচাতে চান, তাহলে তার চুক্তি করা উচিত।
এদিকে ট্রাম্পের মুখে হঠাৎ ইরাশিয়ার নাম প্রতিধ্বনিত হওয়ায় বার বার বৈঠক করছেন ইউরোপীয় নেতারা। ওয়াশিংটনের সহায়তা বন্ধের ঘোষণায় ইউক্রেনের পাশে দাঁড়ানোর প্রতিশ্র“তি পুর্নব্যক্ত করেছে ইইউ। ইউক্রেনের সামরিক সহায়তায় নতুন করে দুই হাজার কোটি ইউরোর প্যাকেজ ঘোষণা করেছে তারা।
মন্তব্য করুন