
		আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের পূর্বাঞ্চলে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে খাদে পড়ার ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
বুধবার দুর্ঘটনায় বাসটির চালকসহ ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়েল থাই পুলিশের কর্নেল সোফোন ফ্রামানিহি বলেছেন, ঢালু রাস্তা ছিল, ব্রেক ফেইল করার ফলে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, পরে সেটি উল্টে যায়। তিনি আরও বলেন, নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।
থাইল্যান্ডের প্রাচিনবুরি প্রদেশে বুয়েং কান থেকে রায়ংয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা সফরের এ বাসটি ঢালু রাস্তায় উল্টে খাদে পড়ে। দুর্ঘটনাস্থলটি রাজধানী ব্যাংককের ১৫৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দুর্ঘটনার বিস্তৃত তদন্তের ঘোষণা দিয়েছেন। গত বছরও দেশটিতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে একটি স্কুল বাসে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের প্রাণ গিয়েছিল।
মন্তব্য করুন