
		আন্তর্জাতিক ডেস্ক : চিৎকার-চ্যাঁচামেচি আর যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। হোয়াইট হাউস থেকে বিরিয়ে যান জেলেনস্কি। দুই দেশের মধ্যে হয়নি খনিজ চুক্তিও।
এই যেন রীতিমত কথা লড়াই। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে নজিরবিহীন বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তেজনার পারদ চরমে উঠায় বাতিল হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি।
বৈঠকের শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনকে খুনি হিসেবে আখ্যা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, একজন খুনিকে কোনোভাবে ছাড় দেয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জেলেনস্কি। জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার সাথে চুক্তি না করলে কিয়েভের পাশে আর থাকবে না ওয়াশিংটন। রাশিয়ার সাথে একাই লড়তে হবে ইউক্রেনকে। দুই নেতার কথা লড়াই একসময় চিৎকার-চ্যাঁচামেচির পর্যায়ে চলে যায়।
শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন বলে মন্তব্য
হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্র নেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তিও আলোর মুখ দেখেনি। জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, শান্তির জন্য প্রস্তুত হলে আবার হোয়াইট হাউসে আমন্ত্রণ পাবে জেলেনস্কি।
মন্তব্য করুন