মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৪:৩৫ এএম

ক্রীড়া ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানে দুরন্ত জয়ের হাত ধরে, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ তাদের অপরাজিত থাকার দৌড় অব্যাহত রেখেছে। গ্রুপ- ‘এ’-র তিনটি ম্যাচই তারা জিতেছে।

গ্রুপ টপার হওয়ার কারণে, ভারত আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ- ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে তাদের বাকি গ্রুপ-পর্বের ম্যাচগুলো বৃষ্টির কারণে ভেসে যায়। যে কারণে তারা দ্বিতীয় স্থানে শেষ করে। খেলা হলে হয়তো সেমিফাইনালের সূচি অন্য রকম হতে পারত।

রোহিত শর্মার ভারত ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার আইসিসি ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। আহমেদাবাদের ফাইনালে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেটে জিততে বিশ্ব-চ্যাম্পিয়নদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ট্রাভিস হেড সেঞ্চুরি করে। সেই অর্থে আজকের সেমিফাইনাল ভারতের প্রতিশোধের ম্যাচ। বিপরীতে অস্ট্রেলিয়ার জন্য ১৬ বছরের বন্ধ্যাত্ব ঘুচানোর ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলটি সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৯ সালে এবং সেবার চ্যাম্পিয়নও হয়েছিল। ভারত সর্বশেষ দুই আসরের ফাইনালিস্ট। ২০১৭ সালে লর্ডসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরেছিল। ২০১৩ সালে কার্টেল ওভারের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

এদিকে অন্য সেমিফাইনালে বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর