
		আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি বলেছে, তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত।
সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, সৌদি আরবে একদিনের মার্কিন-ইউক্রেন আলোচনার পর, ইউক্রেন জানিয়েছে— তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং (পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে) “বল এখন তাদের কোর্টে”। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “ইতিবাচক” প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
সম্প্রতি ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাক্যবিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে, তারা অবিলম্বে ইউক্রেনে সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে। ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডায় পূর্ণ অভূতপূর্ব বৈঠকের পর এগুলো স্থগিত করেছিল ওয়াশিংটন।
মার্কিন-ইউক্রেন বিবৃতিতে বলা হয়েছে, “উভয় প্রতিনিধিদল তাদের আলোচনাকারী দলের নাম ঘোষণা করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।”
মন্তব্য করুন