মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজায় শহরে ইসরাইলি ড্রোন হামলায় আবারও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপকূলে ইসরাইলি নৌবাহিনীর গুলিতে একজন জেলে নিহত হয়েছেন। দক্ষিণ রাফাহতেও গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানো এবং স্থায়ী যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার সময় নির্ধারণের জন্য পরিকল্পনা প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযোগ, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি সফল হোক, তা চান না। হামাস বলছে, গাজায় অবরোধ জারি রেখে নেতানিয়াহু ফিলিস্তিনি জনগণ ও ইসরাইলি বন্দিদের অনাহারে রাখতে চাইছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালানোর পর থেকে পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়েছে। হামাসের হামলায় ১,১৩৯ জন ইসরাইলি নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এরপরই ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলমান রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৪৮,৫২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,১১,৯৫৫ জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের সংখ্যা আরও বেশি ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের নিহত বলে ধরা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর