
		আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংঘাত বন্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুই নেতার মধ্যে ইতিবাচক আলোচনা হতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত।
গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা ৩০ দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন।
পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন। তবে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছেন। শান্তি অর্জনের জন্য এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে।
মন্তব্য করুন