
		অনলাইন ডেস্ক: ২০২৪ সালে অন্তত ৮,৯৩৮ জন মানুষ অভিবাসনের পথে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)। এই বছর বিপদসঙ্কুল পথে পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন রেকর্ডসংখ্যক অভিবাসনপ্রত্যাশী, যা এক বছরে সর্বোচ্চ সংখ্যা।
আইওএম জানিয়েছে, মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ঘটেছে ভূমধ্যসাগরের বিপজ্জনক পথ ধরে এশিয়া ও আফ্রিকার উপকূল থেকে ইউরোপে যাওয়ার সময়। এছাড়া, অন্যান্য অভিবাসন রুটেও মৃত্যুর হার ছিল আগের বছরের তুলনায় অনেক বেশি। শুধু দুর্ঘটনা নয়, সহিংসতাও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর অন্যতম কারণ। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের অন্তত ১০ শতাংশ গুলিবিদ্ধ, ছুরিকাঘাত কিংবা মারধরের শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রেই এসব সহিংসতা চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী।
বিশ্বের বিভিন্ন দেশেই অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। আইওএমের এক মুখপাত্র জানিয়েছেন, ইরান, মিয়ানমার, বাংলাদেশ এবং মেক্সিকোতে এ ধরনের সহিংসতার ফলে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে। তবে কারা এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
মন্তব্য করুন