
		আন্তর্জাতিক ডেস্ক: পুরোপুরি চালু হয়েছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। গত বৃহস্পতিবার বিমানবন্দরের একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বন্ধ ছিল বিমান চলাচল ও কার্যক্রম। এতে বিমানের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশির ভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে।
এ ফলে ১ হাজার ৩৫০টি ফ্লাইট বাতিল হয়। এতে বিমানবন্দরে সেবা পুরোপুরি চালু হওয়ার পরও অনেক ফ্লাইট চলাচলে বিলম্ব হতে পারে। দেশটির মুখপাত্র বলেছেন, আমাদের টার্মিনালে কয়েকশ সহকর্মী রয়েছেন এবং বিমানবন্দর দিয়ে ১০ হাজার যাত্রী যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত সময়সূচিতে ফ্লাইট যুক্ত করেছি।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছিল, ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী কার্যক্রমের যুক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এ বিমানবন্দর দিয়ে বছরে ৮ কোটি ৩০ লাখ যাত্রী বিভিন্ন গন্তব্যে যান। তাই একে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর বলা হয়।
মন্তব্য করুন