
		আন্তর্জাতিক ডেস্ক: কানাডার পরবর্তী ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ এপ্রিল। স্থানীয় সময় রোববার পার্লামেন্ট ভেঙে দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দিয়েছেন।
গত ১৪ মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মার্ক কার্নি। শপথগ্রহণের মাত্র নয়দিনের মধ্যে তিনি সংসদ ভেঙে দেয়ার অনুরোধ করেন। আগামী ২০ অক্টোবরের মধ্যে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে, আগাম ভোটের মাধ্যমে কার্নি তার লিবারেল পার্টির সুবিধা নিশ্চিত করছেন।
ট্রুডোর জানুয়ারি মাসে পদত্যাগের ঘোষণা এবং ট্রাম্পের হুমকির পর থেকে লিবারেলদের প্রতি জনসমর্থন বেড়েছে।
মন্তব্য করুন