মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

গাজায় শিশু মৃত্যু ১৭ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:১৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি লঙ্ঘন করে সর্বাত্মক হামলা শুরু করেছে ইসরাইল। এতে করে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। গত ২৪ ঘণ্টায় নিহত ৪১ জন ও আহত হয়েছেন ৬১ জন। এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করেছে ইসরাইল।

একের পর এক ভয়াবহ হামলা করছে ইসরাইল। প্রতিদিনই মারা যাচ্ছে সাধারণ মানুষ। উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে । এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। ইসরাইলের ১৭ মাসের নির্বিচার হামলায় সবচেয়ে বেশি শিশু নিহত , যা একটি পুরো প্রজন্মই ধুলায় মিশে গেছে বলে উল্লেখ করেছে আল জাজিরার এক প্রতিবেদনে।

এর আগে রোববার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হয়েছে। ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

এদিকে গাজার পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির যোগাযোগ বিশেষজ্ঞ জানান, ইসরাইলি সামরিক অভিযানের কারণে ১ লাখ ২৫ হাজার মানুষ এরইমধ্যে বাস্তুহারা হয়েছে। নতুন করে স্থল অভিযান শুরু হওয়ায় এই সংখ্যা আরও বাড়বে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর