
		আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় পৃথক ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক। প্রত্যক্ষদর্শী ও প্রতিনিধিদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সোমবার উত্তর গাজায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে তার গাড়ি লক্ষ্যবস্তু করে আঘাত হানে ইসরাইলি সেনারা।
মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার আরেক সাংবাদিক তারেক আবু আযজুম বলেন, ২৩ বছর বয়সী শাবাত এর আগেও আরেকটি ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সংবাদ প্রতিবেদন চালিয়ে যাওয়ার উপর জোর দেন। তিনি কোনোভাবে ফিল্ড থেকে সরতে রাজি হননি। ফলে আহতাবস্থাতেই সংবাদ সংগ্রহ চালিয়ে যাচ্ছিলেন।
আবু আযজুম বলেন, কোনো পূর্ব সতর্কীকরণ ছাড়াই ইসরাইলি সেনাবাহিনী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
এর আগে একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন।
আবু আযজুম বলেন, মনসুর তার বাড়িতে স্ত্রী এবং ছেলের সাথে ছিলেন। সেখানে হামলা করে তাকে হত্যা করা হয়। এ আক্রমণটিও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করা হয়েছিল।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই দুই সাংবাদিকের হত্যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২০৮ জনে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন