মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় খাদ্য, ওষুধের জন্য হাহাকার। জরুরি ত্রাণ পাঠাতে আহবান জানিয়েছে জাতিসংঘ। হতাহতের ঘটনায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের বিভিন্ন এলাকায় এখন শুধু ক্ষতচিহৃ। ভেঙে গেছে বহু বাড়িঘর, প্রাচীণ সৌধ, বৌদ্ধ প্যাগোডা। ফাটল ধরেছে রাস্তাঘাট, সেতু। যোগাযোগ বিচিছন্ন রয়েছে দেশের বড় একটি অংশ। বহু মানুষ রাস্তায় রাত কাটাচ্ছেন।

কারও কারও আবার বাড়িঘর ঠিক থাকলেও আতঙ্কে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন এলাকায় ওষুধ, খাদ্য, পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর জন্য পথ চেয়ে আছে ক্ষতিগ্রস্তরা। ভূমিকম্পের কেন্দ্রস্থল মান্দালয়ে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। গৃহযুদ্ধ চলায় ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছানো কঠিন বলে জানিয়েছে বিভিন্ন ত্রাণ সংস্থাগুলো।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নাগরিকদে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সরঞ্জাম সরবরাহ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তবে সংস্থাটির জরুরি সেবা শাখার সদস্যরা ধ্বংসস্তূপের নিচে আটকা লোকজনকে শনাক্ত ও তাদের কাছে জীবন-রক্ষাকারী সহায়তা পৌঁছাতে অবিরাম কাজ করেছে চলেছেন। এর মধ্যে মান্দালয় শহরের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে একজন গর্ভবতী নারী ও শিশুসহ চারজনকে।

রাশিয়া, ভারত, চীন, থাইল্যান্ড, জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরাতসহ আরও অনেক দেশ দেশটিতে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ২ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর