
		আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে অর্ধশতাধিক। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ জনে ছাড়িয়ে গিয়েছে।
যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। কিন্তু ফের গত সপ্তাহ থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে করে ভূখণ্ডে ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত।
মন্তব্য করুন