
		আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাথে কোনো চুক্তি করার আগে ট্রাম্পকে ইউক্রেন সফরের আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কির। এ সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে ভয়াবহতা নিজ চোখে দেখতে যেতে বলেছেন। সাক্ষাৎকারটি প্রচারের আগেই সুমি শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে রোববার দুই দফায় চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩১ জন এবং আহত হয়েছেন ৮৪ জন। যাঁদের মধ্যে সাতজন শিশু রয়েছেন।
মন্তব্য করুন