
		আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ব্যাপক আকার ধারণ করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ওপর নতুন করে শুল্ক ঘোষণা করেছে ওয়াশিংটন। এর আগে চীনা পণ্যের ওপর শুল্কের হার ছিল ১৪৫ শতাংশ। তা এখন বাড়িয়ে ২৪৫ শতাংশ করা হয়েছে। অন্য দেশগুলো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করায় শুল্কারোপ পরে প্রত্যাহার করে মার্কিন প্রশাসন।
তবে চীন আলোচনা না করে পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেনটি ট্রাম্প। এ বিষয়ে হোয়াইট হাউস বলছে, নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় করার জন্য ৭৫টির বেশি দেশের ওপর থেকে ইতোমধ্যেই নতুন শুল্কারোপ তুলে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন