
		আন্তর্জাতিক ডেস্ক: হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত একমাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক। হুথিদের দেয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন।
জাতিসংঘের উন্নয়ন তথ্যানুযায়ী, রাস ইসা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর। দেশটির আমদানির প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়।
হুতিদের সতর্ক করে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর সশস্ত্র হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। গাজায় ইসরাইলের বর্বরতার বাদে ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ১০০টিরও বেশি হামলা চালিয়েছে।
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল ১৫ মার্চ থেকে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। চলমান হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
মন্তব্য করুন