
		আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটি। পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ হামলায় ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত বাহাওয়ালপুর, কোতলি ও মুজাফফরাবাদে মসজিদ ও বেসামরিক বসতিতে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান এই হামলার জবাবে আকাশপথে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। আমাদের সব জেট ইতিমধ্যেই টার্গেটে পৌঁছে গেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।
এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষটি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে। উল্লেখ্য, গেল ২২শে এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।
মন্তব্য করুন