
		আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে। অন্যদিকে ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভারত-শাসিত কাশ্মীরের প্রধান বিমানবন্দরসহ উত্তর ভারতের বহু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতীয় যাত্রীদের মধ্যেও।
বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ভারতের কাশ্মিরের শ্রীনগর শহরের প্রধান বিমানবন্দরটি সাময়িকভাবে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
এছাড়া ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, কাশ্মীর ও উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
মন্তব্য করুন