
		আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় আতঙ্ক বিরাজ করছে দুই দেশের নাগরিকদের মাঝে। এরই মধ্যে বেসামরিকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারত পাকিস্তানসহ ইন্দো এশিয়ার সকল বিমান বন্ধরগুলো। বন্ধ ঘোষণা করা হয়েছে দুইদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত।
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার প্রতিক্রিয়া স্বরূপ অপারেশন সিন্দুর শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোকে ব্যাপক সরব হতে দেখা যাচ্ছে। আলোচনা-সমালোচনা ও অনেক দেশের প্রতিক্রিয়া জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই পরিস্থিতিতে মালয়েশিয়ায় চাল আমদানি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটি। সাথে চালের সরবরাহের জন্য অন্য বিকল্পের কথাও চিন্তা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রুভেন আজার।
এদিকে, ভারতের হামলার পর ৪৮ ঘণ্টার জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। ফলে দোহাভিত্তিক কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। বেসামরিকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিমান বন্দরসহ ইন্দো এশিয়ার প্রায় সকল বিমান।
নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। পাঞ্জাবের লোকজনকে ঘরে থাকতে ও প্রয়োজন ছাড়া বাইরে বের না হতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরমাণু শক্তিধর দুই দেশে এই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে গোটা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে চরম অনিশ্চিতার মুখে ঠেলে দিবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন