মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তোপের মুখে মোদি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০১:৫৬ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:০১ পিএম

পাহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক পাক্ষিক দোষ দিয়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে চালানো এ অভিযানের নাম দেয় অপারেশন সিন্দুর। ভারতের অপারেশন সিন্দুরের কৌশলগত জবাব দেয়ার পাশাপাশি প্রতিশোধ হামলার অংশ হিসেবে প্রতিবেশি দেশটির বিরুদ্ধে ‘বুন ইয়ানুম মারসুস’ অভিযান শুরু করে পাকিস্তান। ভারত আগে হামলা শুরু করেও পাকিস্তানের প্রতিরোধ এবং সুনির্দিষ্ট হামলায় তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়ে ভারত।

পাহেলগামে হামলার ইস্যুতে এপ্রিলে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়। ভারতের অপারেশন ‘সিঁদুরের পর' পারমাণবিক শক্তিধর দুই দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, ভারতীয় বিমান বাহিনীর রাফায়েল বিমান গুলি করে ভুপাতিত করে তারা। পরাজয় বা ক্ষয়ক্ষতি নিয়ে নয়াদিল্লি এতদিন নীরব থাকলেও, অবশেষে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান।

কাশ্মীরের পাহেলগামকাণ্ডে অপারেশন সিন্দুর চলাকালে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে কিনা- এ নিয়ে সকল জল্পনা-কল্পলার অবসান ঘটালেন ভারতীয় সেনাপ্রধান অনিল চৌহান। সংবাদমাধ্যম ব্লুমবার্গ টিভির এক প্রশ্নে বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। এর পরপরই বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়ে মোদি সরকার।

সিঙ্গাপুরে সাংগ্রিলা ডায়লগে অংশগ্রহণ করার সময় বিদেশি সংবাদমাধ্যম ব্লুম বার্গকে সাক্ষাৎকার দেন ভারতে সেনাপ্রধান অনিল চৌহান। ব্লুমবার্গ টিভির প্রশ্নে চৌহান বলেন, অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের আঘাতে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়৷

সেনাপ্রধানকে প্রশ্ন করা হয়, পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি চৌহান। তিনি বলেন, আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংস হওয়া বা তার সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল সেটা গুরুত্বপূর্ণ।

ব্লুমবার্গের সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে৷ এটা কি সত্যি?'' এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের দাবি বাতিল করে দেন চৌহান।

ভারতীয় সেনাপ্রধানের মন্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, বিরোধিদের নিশানায় পরিণত হন মোদি সরকার। বিরোধীরা প্রশ্ন তোলেন গোপনীয়তা নিয়ে। দেশবাসীকে এ বিষয়ে না জানানোর উদ্দেশ্য নিয়েও সমালোচনা করেন তারা।

দেশের মানুষের আগে বিদেশি সংবাদমাধ্যমকে তা কেন জানানো হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভা সদস্য সাগরিকা ঘোষ। তিনি সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেন, বিদেশি সংবাদমাধ্যম কেন প্রথমে এই খবর বের করবে? এ তথ্যগুলি কেন প্রথমে ভারতীয়দের বা দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, সেনাপ্রধানের মন্তব্য নিয়ে আলোচনা করা উচিত সংসদের বিশেষ অধিবেশনে। কেন্দ্রীয় সরকার গোটা দেশকে বিভ্রান্ত করেছে। যুদ্ধ নিয়ে ধোঁয়াশা এখন অনেকটাই স্পষ্ট। তিনি বলেন, আমাদের পাইলটরা নিজেদের জীবন বিপন্ন করে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে৷ আমরা পাইলটদের সাহসিকতাকে কুর্নিশ জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
বুধবার দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ–আদানি গ্রুপ
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর
ফিলিস্তিনি বন্দি নির্যাতন ভিডিও ফাঁসের জেরে গ্রেফতার ইসরাইলি প্রসিকিউটর