
		আজ শেষ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি এবং পরে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্যদিয়ে শেষ হবে সব আনুষ্ঠানিকতা।
হজের অংশ হিসেবে মুজদালিফার খোলা আকাশের নিচে রাত্রিযাপন এবং শয়তানকে নিক্ষেপে পাথর সংগ্রহ করে শুক্রবার ফজরের নামাজ আদায়ের পর মিনার পথে রওনা হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি।
মিনায় পৌঁছে জামারায় প্রতীকী শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন হজে অংশ নেয়া মুসল্লিরা। শয়তানকে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ নিজ সাধ্যমত পশু কোরবানি করবেন এবং মাথার চুল ছেটে ফেলে দেবেন হাজীরা। পরে মক্কায় ফিরে পবিত্র কাবা শরীফে বিদায়ী তাওয়াফ এবং সাফা ও মারওয়ায় সায়ীর মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা।
এবছর বিশ্বের প্রায় ১৮০টি দেশ থেকে ১৬ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করছেন। বাংলাদেশ থেকে এবার হজে গেছেন ৮৫ হাজার ১৬৪ জন।
মন্তব্য করুন